কিভাবে ইন্টারনেটে নিজেকে রাখবেন নিরাপদ? চলুন দেখি…

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 08:34 | টিউন বিভাগঃ
সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই এই ব্লগে আসার জন্য। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইন্টারনেট সিকিউরিটি নিয়ে।


ইন্টারনেটে বিভিন্ন সময় আমরা ব্রাউজার হাইজ্যাকিংয়ে শিকার হয়ে থাকি।যার ফলে কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে,গুরুত্বপূন্র্‌ ডাট চুরি হয়ে যেতে পারে,হ্যাকিংয়ের শংকা বেড়ে যায়।কিছু বিষয় খেয়াল করলে আপনি নিজেই বুঝতে পারেন আপনার ব্রাউজার হ্যাইজ্যাক হয়েছে কি না,যেমন-

১.ব্রাউজার চালু অবস্থায় ঘনঘন পপআপ উইন্ডো চালু হচ্ছে।
২.ব্রাউজার বন্ধ করার পরও কিছু সাইট সন্দেহজনকভাবে  চালু হচেছ।
৩.ব্রাউজার চালু করলে হোমপেজ হিসাবে নির্ধারিত সাইটের বদলে অন্য কোন সন্দেহজনক সাইট চালু হচ্ছে যা সর্ম্পকে আপনি মোটেও অবগত নন।
৪.ব্রাউজারের এ্যাড্রেসবারে কোন সাইটের ঠিকানা লিখলেই তা নির্দিষ্ট একটি সাইটে রিডাইরেক্ট হয়ে চলে যাচ্ছে।

ব্রাউজার হ্যাইজ্যাকের আশংকা কমাতে যে বিষয়গুলো খেয়াল রাখবেন-

১.ব্রাউজারে কোন সর্তকতা বার্তা আসলে তা না পড়েই ক্লীক করবেন না।
২.সন্দেহজনক ইমেইল খুলবেন না।বিশেষ করে অপরিচিত ইমেইল থেকে আসা অ্যাটাচ ফাইল খুলবেন না এবং ইমেইলের উত্তর দেবেন না।
৩.ভাইরাসের কারনে এই সমস্যা হতে পারে।তাই নিয়মিত হালনাগাদ এ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
৪.উইন্ডোজের বিভিন্ন নিরাপত্তাজনিত ক্রটির কারনে এই সমস্যা হতে পারে।তাই উইন্ডোজের সিকিউরিটি প্যাচ হালনাগাদ করার চেষ্টা করুন।
৫.অকারনে পর্নোগ্রাফিক/crack/সিরিয়াল সাইটে প্রবেশ করবেন না।

আশা করি, আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আপনার মতামত জানাতে ভুলবেন না। 

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger